পরিচ্ছেদঃ
তেইশ.
(استعينوا بطعام السحر على صيام النهار ، وبالقيلولة على قيام الليل)
“তোমরা সেহরি দ্বারা দিনের সওম এবং দিনের কায়লুলা দ্বারা রাতের কিয়ামের জন্য সাহায্য গ্রহণ কর”। হাদিসটি বর্ণনা করেছেন হাকেম ও ইবনু মাজাহ, এ হাদিসের সনদে জামআহ ইবনু সালেহ ও সালমা ইবনু হিরাম বিদ্যমান, তারা উভয়ে দুর্বল, তাই হাদিসও দুর্বল।
-
-
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
১/ বিবিধ হাদিসসমূহ