৯২৮

পরিচ্ছেদঃ শিশুদের হজ্জ।

৯২৮. কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ..... সাইব ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে বিদায় হজ্জে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে হজ্জ করেছেন, আমার বয়স তখন সাত বৎসর ছিল। - আলহাজ্জুল কাবীর, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ৯২৫ [আল মাদানী প্রকাশনী]

ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন,এই হাদিসটি হাসান -সহীহ্।

باب مَا جَاءَ فِي حَجِّ الصَّبِيِّ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ حَجَّ بِي أَبِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

حدثنا قتيبة بن سعيد حدثنا حاتم بن اسماعيل عن محمد بن يوسف عن الساىب بن يزيد قال حج بي ابي مع رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع وانا ابن سبع سنين قال ابو عيسى هذا حديث حسن صحيح


As-Sa'ib bin Yazid narrated:
"My father took me for Hajj with the Messenger of Allah during the Farewell Hajj, and I was seven years old."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
৯/ হাজ্জ (হজ্জ) (كتاب الحج عن رسول الله ﷺ)