৬৪৪

পরিচ্ছেদঃ ৯২. নামাযের সময় লম্বা কাপড় পরিধান সম্পর্কে।

৬৪৪. মুহাম্মাদ ইবনু ঈসা ... ইবনু জুরায়েজ হতে বর্ণিত। তিনি বলেন, আমি আতা (রহঃ)-কে অধিকাংশ সময় লম্বা বস্ত্র পরিধান করে নামায পড়তে দেখেছি।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আসাল (রহঃ) ঐ হাদীছটি . আতা হতে, তিনি আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কাপড় পারিধান করে নামায পড়তে নিষেধ করেছেন।

باب مَا جَاءَ فِي السَّدْلِ فِي الصَّلاَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَكْثَرُ مَا رَأَيْتُ عَطَاءً يُصَلِّي سَادِلاً ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا يُضَعِّفُ ذَلِكَ الْحَدِيثَ ‏.‏

حدثنا محمد بن عيسى بن الطباع حدثنا حجاج عن ابن جريج قال اكثر ما رايت عطاء يصلي سادلا قال ابو داود وهذا يضعف ذلك الحديث


Ibn Juraij said; I often saw ‘Ata praying while letting his garment trail.

Abu Dawud said:
This (practice of ‘Ata’) weakens the tradition (narrated by Abu Hurairah).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ইবনু জুরায়জ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
২/ সালাত (নামায) (كتاب الصلاة)