হাদিস নাম্বার দিয়ে সার্চ - সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) - হাদিস নম্বরঃ 5764 (১ টি হাদিস)
লিস্ট থেকে হাদিসের গ্রন্থ সিলেক্ট করুন এরপরের বক্সে হাদিসের নম্বর লিখুন, যেমন যদি শুধু একটি হাদিস খুঁজতে চান তাহলে শুধু ঐ নাম্বারটি লিখুন আবার একাধিক হাদিস খুঁজতে ২,২০,৪০০ এভাবে কমা দিয়ে হাদিসের নম্বরগুলি লিখে সার্চ করুন অথবা আপনি চাইছেন একসাথে যেমন ২০ নম্বর থেকে ৪০ নম্বর হাদিস একসাথে বের করতে তাহলে ২০-৪০ এভাবে লিখে সার্চ করুন।
হাদিস নম্বরগুলি বাংলা/ইংরেজি বা আরবীতেও লিখতে পারেন
হাদিস নম্বরগুলি বাংলা/ইংরেজি বা আরবীতেও লিখতে পারেন
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন অনুদিত হাদিসের নম্বর আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাদিসের নম্বরের সাথে মিলবে না।
৫৭৬৪
পরিচ্ছেদঃ ৭৬/৪৮. শির্ক ও যাদু ধ্বংসাত্মক।
৫৭৬৪. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাক। আর তা হল আল্লাহর সাথে শরীক স্থির করা ও যাদু করা। [২৭৬৬] (আধুনিক প্রকাশনী- ৫৩৪৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৩৯)
بَاب الشِّرْكُ وَالسِّحْرُ مِنَ الْمُوبِقَاتِ
عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ اجْتَنِبُوا الْمُوبِقَاتِ الشِّرْكُ بِاللهِ وَالسِّحْرُ.>
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "Avoid the Mubiqat, i.e., shirk and witchcraft."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
৭৬/ চিকিৎসা (كتاب الطب)
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে