৪৪১

পরিচ্ছেদঃ চার রাকআত বিশিষ্ট নামাযের শেষের দু’রাকআতে শুধু সূরা ফাতেহা পাঠ করা

৪৪১) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের নামাযের প্রথম দু’রাকআতে সূরা ফাতিহা পাঠ করার পর আরো দু’টি সূরা পাঠ করতেন। আর পরের দু’রাকআতে শুধু সূরা ফাতেহা পাঠ করতেন। তিনি কখনও কখনও আমাদেরকে আয়াত শুনাতেন। প্রথম রাকআতে তিনি কিরাআত যতটুকু লম্বা করতেন দ্বিতীয় রাকআতে তা করতেন না। আসর নামাযে এবং ফজর নামাযে তিনি এরকমই করতেন।

باب يَقْرَأُ فِي الأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ

৪৪১ـ عَنْ أَبِي قَتَادَةَ : أَنَّ النَّبِيَّ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ، وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لا يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ

To recite only Surah Al-Fathiha in the last two Rak'a during a four Rak'a Salat (prayer)


Narrated `Abi Qatada: He said, "The Prophet (ﷺ) uses to recite Al-Fatiha followed by another Sura in the first two rak`at of the prayer and used to recite only Al-Fatiha in the last two rak`at of the Zuhr prayer. Sometimes a verse or so was audible and he used to prolong the first rak`a more than the second and used to do the same in the `Asr and Fajr prayers."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ