৬৩৫

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬৩৫. (সহীহ্) আবদুল্লাহ বিন ওমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’দু’টি বিষয় ছাড়া অন্য কিছুতে ঈর্ষা করা বৈধ নেই। এক ব্যক্তিকে আল্লাহ্‌ কুরআন শিক্ষা দিয়েছেন। সে তা দ্বারা রাত-দিন নামায পড়ে। আরেক ব্যক্তিকে আল্লাহ্‌ সম্পদ দিয়েছেন। সে উহা থেকে রাত-দিন ব্যয় করে থাকে।’’

(মুসলিম প্রমূখ হাদীছটি বর্ণনা করেন ৮১৫)

الترغيب في قيام الليل

(صحيح) وَعَنْ عبد الله بن عمر رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لا حَسَدَ إِلا فِي اثْنَتَيْنِ: رَجُلٍ آتاه اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ , وَرَجُلٍ آتاه اللَّهُ مَالا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ. رواه مسلم وغيره