৬৩২

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬৩২. (সহীহ্) আবদুল্লাহ বিন আবী ক্বায়স থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) বলেনঃ ’ক্বিয়ামুল্লায়ল ছাড়িও না। কেননা রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনো তা ছাড়তেন না। তিনি কখনো অসুস্থ হলে বা ক্লান্তি অনুভব করলে বসে বসে নামায পড়তেন।’

(আবু দাউদ ১৩০৭ ও ইবনে খুযায়মা ২/১৭৮ হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في قيام الليل

(صحيح) وَعَنْ عبد الله بن أبي قيس رَضِيَ اللَّهُ عَنْهُ قال قالت عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا لَا تَدَعْ قِيَامَ اللَّيْلِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَدَعُهُ وَكَانَ إِذَا مَرِضَ أَوْ كَسِلَ صَلَّى قَاعِدًا. رواه أبو داود وابن خزيمة