৬২৮

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬২৮. (সহীহ্) আমর বিন আবসা (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে একথা বলতে শুনেছেনঃ ’’পালনকর্তা বান্দার সর্বাধিক নিকটবর্তী হন মধ্য রাত্রের শেষাংশে। যদি সম্ভব হয় সে সময় তুমি আল্লাহর যিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে, তবে হয়ে যাও।’’

(তিরমিযী ৩৫৭৯ ও ইবনে খুযায়মা ২/১৮২ হাদীছটি বর্ণনা করেছেন। হাদীছের বাক্য তিরমিযীর, তিনি বলেনঃ হাদীছটি হাসান ছহীহ্ গরীব)

الترغيب في قيام الليل

(صحيح) عن عمرو بن عبسة رَضِيَ اللَّهُ عَنْهُ أنه سمع النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنْ الْعَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الْآخِرِ فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ. رواه الترمذي واللفظ له وابن خزيمة.