৬২০

পরিচ্ছেদঃ ১১) ক্বিয়ামুল্লায়ল (রাতে নফল নামায পড়া) করার প্রতি উদ্বুদ্ধকরণ

৬২০. (হাসান সহীহ) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এত বেশী দাঁড়িয়ে নামায আদায় করতেন যে, তাঁর পদযুগল ফুলে যেতো। তাঁকে বলা হল, হে আল্লাহর রাসূল! আপনি এরূপ করছেন; অথচ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এ কথা এসেছে যে, তিনি আপনার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন?

তিনি বললেনঃ ’’আমি কি একজন শোকর গুজার বান্দা হব না!?’’

(ইবনে খুযায়মা হাদীছটি বর্ণনা করেছেন ২/২০১)

শায়খ আলবানী বলেনঃ হাদীছটি তিরমিযী শামায়েল গ্রন্থে এবং ইবনে মাজাহ ও নাসাঈ সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন।

الترغيب في قيام الليل

(حسن صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال: كاَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ حَتَّى تَرِمَ قَدَمَاهُ ، فَقِيلَ لَهُ : أَيْ رَسُولُ اللهِ أَتَصْنَعُ هَذَا وَقَدْ جَاءَكَ مِنَ اللهِ أَنْ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا. رواه ابن خزيمة في صحيحه