৪৯৮

পরিচ্ছেদঃ ২৯) প্রথম কাতারে নামায পড়ার প্রতি উদ্বুদ্ধ করন এবং কাতার সোজা করা ও কাতারের ডান দিকের ফযীলতের বর্ণনা

৪৯৮. (সহীহ্) আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা ছালাতের ইকামত দেয়া হলো, তখন রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সম্মুখবর্তী হলেন তারপর বললেনঃ ’’তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও এবং পরস্পর মিলিত হয়ে দাঁড়াও। কেননা আমি তোমাদের পেছন থেকেও দেখতে পাই।’’

(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ৭১৮। মুসলিমও ৪৩২ অনুরূপভাবে বর্ণনা করেছেন)

বুখারীর রেওয়ায়াতে আনাস (রাঃ) বলেছেনঃ


فكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه

তখন আমরা একে অপরের কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম।

الترغيب في الصف الأول وما جاء في تسوية الصفوف والتراص فيها وفضل ميامنها

(صحيح) وَعَنْ أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال أقيمت الصلاة فأقبل علينا رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ ، فَقَالَ : أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا ، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي. رواه البخاري ومسلم بنحوه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ