৪৯৬

পরিচ্ছেদঃ ২৯) প্রথম কাতারে নামায পড়ার প্রতি উদ্বুদ্ধ করন এবং কাতার সোজা করা ও কাতারের ডান দিকের ফযীলতের বর্ণনা

৪৯৬. (সহীহ্) জাবের বিন সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ  (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট বের হয়ে এলেন, তারপর বললেনঃ ’’যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে কাতার বন্দি হয় তোমরা কেন সেভাবে কাতারে দাঁড়াও না?’’ আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! ফেরেশতারা তাদের পালনকর্তার সামনে কাতার বন্দি হয়? তিনি বললেনঃ ’’তারা প্রথম কাতারগুলো পরিপূর্ণ করেন, আর কাতারের মাঝে ফাঁকা জায়গা মিলিয়ে নেন।’’

(মুসলিম ৪৩৮, আবু দাউদ ৬৮০, নাসাঈ ২/৮৩, ইবনে মাজাহ ৯৯২ হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في الصف الأول وما جاء في تسوية الصفوف والتراص فيها وفضل ميامنها

(صحيح) وَعَنْ جابر بن سمرة رَضِيَ اللَّهُ عَنْهُ قال خرج علينا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ ؟فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ ، وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهِمْ ؟ قَالَ : يُتِمُّونَ الصُّفُوفَ الأُوَلَ ، وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ. رواه مسلم وأبو داود والنسائي وابن ماجه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ