৪৯৩

পরিচ্ছেদঃ ২৯) প্রথম কাতারে নামায পড়ার প্রতি উদ্বুদ্ধ করন এবং কাতার সোজা করা ও কাতারের ডান দিকের ফযীলতের বর্ণনা

৪৯৩. (সহীহ্) বারা বিন আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাতারের এক প্রান্তে এসে দাঁড়াতেন এরপর মুসল্লিদের বক্ষ ও কাঁধগুলো বরাবর সোজা করে দিতেন, আর বলতেনঃ ’’তোমরা আগে-পিছে হয়োনা তাহলে তোমাদের অন্তরের মাঝে বিভেদ সৃষ্টি হবে। নিশ্চয় আল্লাহ তা’আলা রহমত নাযিল করেন এবং ফেরেশতারা দু’আ করেন প্রথম কাতারের উপরে।

(ইবনে খুযায়মা তাঁর [সহীহ গ্রন্থে] হাদীছটি বর্ণনা করেছেন ৩/২৬)

الترغيب في الصف الأول وما جاء في تسوية الصفوف والتراص فيها وفضل ميامنها

(صحيح) وَعَنْ البراء بن عازب رَضِيَ اللَّهُ عَنْهُ قال كَأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي نَاحِيَةَ الصَّفِّ وَيُسَوِّي بَيْنَ صُدُورِ الْقَوْمِ وَمَنَاكِبِهِمْ وَيَقُولُ : لاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ ، إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِ الأُوَلِ. رواه ابن خزيمة في صحيحه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বারা'আ ইবনু আযিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ