২৭৯

পরিচ্ছেদঃ ৭) মসজিদকে পরিস্কার ও পবিত্র রাখার প্রতি উদ্বুদ্ধকরণ ও তা সুগন্ধিযুক্ত করার বর্ণনা

২৭৯. (সহীহ্) আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গোত্র সমূহে (পাড়ায় পাড়ায়) আমাদেরকে মসজিদ বানাতে আদেশ করেছেন এবং নির্দেশ দিয়েছেন উহা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ও সুগন্ধিযুক্ত করতে।

(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ২/২৭৯, আবূ দাউদ ৪৫৫, ইবনে মাজাহ ৭৫৮, আবু ইবনু খুযায়মাহ ২/২৭০ তাঁর (সহীহ্) গ্রন্থে। তিরমিযী হাদীছটি মুসনাদ ও মুরসাল উভয়ভাবে বর্ণনা করেন এবং বলেনঃ মুরসাল বর্ণনাটিই অধিক শুদ্ধ।)

الترغيب في تنظيف المساجد وتطهيرها وما جاء في تجميرها

(صحيح) وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ . رواه أحمد وأبو داود وابن ماجه وابن خزيمة في صحيحه ورواه الترمذي مسندا ومرسلا وقال في المرسل هذا أصح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ