২১১

পরিচ্ছেদঃ ১০) মেসওয়াকের প্রতি উদ্বুদ্ধকরণ ও তার ফযীলতের বর্ণনা

২১১. (সহীহ) শুরায়হ্ ইবনু হানী বলেনঃ আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলামঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন গৃহে প্রবেশ করতেন, তখন সর্বপ্রথম কোন কাজটি করতেন? তিনি বললেনঃ মেসওয়াক।

(হাদীছটি বর্ণনা করেছেন মুসলিম ২৫৩)

الترغيب في السواك وما جاء في فضله

(صحيح) وَعَنْ شُرَيْحٍ بْنِ هانىء قَالَ قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ. رواه مسلم وغيره


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ