৬৩৮

পরিচ্ছেদঃ ১২. গোসলকারিণীর বেণীর হুকুম

৬৩৮। আমর আন নাকিদ ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) এর সুত্রে এ সনদে উক্ত হাদীসটি বর্ণিত আছে। আবদুর রাযযাকের হাদীসে রয়েছে যে, ’আমি কি তা হায়িয ও জানাবাতের গোসলের জন্য খূলব? তিনি বললেন, না”। এরপর ইবনু উয়ায়নার (উপরোক্ত) হাদীসের অনুরুপ বর্ণনা করেছেন।

باب حُكْمِ ضَفَائِرِ الْمُغْتَسِلَةِ ‏

وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالاَ أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، فِي هَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ فَأَنْقُضُهُ لِلْحَيْضَةِ وَالْجَنَابَةِ فَقَالَ ‏ "‏ لاَ ‏"‏ ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ ‏.‏


This hadith has been narrated by Amr al-Naqid, Yazid b. Harun, 'Abd b. Humaid, Abd al-Razzaq, Thauri, Ayyub b. Musa, with the same chain of transmitters. In hadith narrated by Abd al-Razzaq there is a mention of the menstruation and of the sexual intercourse. The rest of the hadith has been transmitted like that of Ibn 'Uyaina.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ