১৫৪০

পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয

১৫৪০(৬). আল-হুসাইন ইবনে ইয়াহইয়া ইবনে আয়্যাশ ইবনুল হুর ইবনে আয়্যাশ আল-কাত্তান (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু যার (রাঃ) মক্কায় এসে দুই হাতে (বায়তুল্লাহ্) দরজা ধরে বলেন, যে ব্যক্তি আমাকে চিনতে পেরেছে সে তো আমাকে চিনেছে। আর যে ব্যক্তি আমাকে চিনতে পারেনি, আমি হলাম জুনদুব আবু যার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত কোন নামায নেই এবং আসরের নামাযের পর সূর্য ডােবার পূর্ব পর্যন্ত কোন নামায নেই। তবে মক্কায়, তবে মক্কায়, তবে মক্কায় (ঐ সময় নামায পড়া যাবে)।

بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ الْقَطَّانُ ، ثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ : قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الشَّافِعِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ عَنْ حُمَيْدٍ مَوْلَى عَفْرَاءَ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ عَنْ مُجَاهِدٍ قَالَ : قَدِمَ أَبُو ذَرٍّ مَكَّةَ فَأَخَذَ بِعِضَادَتَيِ الْبَابِ ، فَقَالَ : مَنْ عَرَفَنِي فَقَدْ عَرَفَنِي وَمَنْ لَمْ يَعْرِفْنِي فَأَنَا جُنْدُبٌ أَبُو ذَرٍّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَلَا بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ إلََّا بِمَكَّةَ إلََّا بِمَكَّةَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মুজাহিদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ