১৫২১

পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই

১৫২১(৩). ইয়াযীদ ইবনুল হুসাইন আল-বায্‌যায (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের (সুন্নাত) নামাযের পর দুই রাকআত (ফরয) নামায ব্যতীত অন্য কোন নামায নেই।

بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ

حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْحَسَنِ الْبَزَّازُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ إلََّا رَكْعَتَيْنِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ