১৪৯২

পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ

১৪৯২(১০). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... সা’দ ইবনে ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে ছা’লাবা (রাঃ)-কে বলতে শুনেছি, আমি উমার (রাঃ)-কে সূরা হজ্জে দু’টি সিজদা দিতে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, ফজরের নামাযে? তিনি বলেন, ফজরের নামাযে।

بَابُ سُجُودِ الْقُرْآنِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ نَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسَلَّمٍ نَا حَجَّاجٌ ، حَدَّثَنِي شُعْبَةُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ ثَعْلَبَةَ قَالَ : رَأَيْتُ عُمَرَ سَجَدَ فِي الْحَجِّ سَجْدَتَيْنِ . قُلْتُ : فِي الصُّبْحِ ؟ قَالَ : فِي الصُّبْحِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ