১৪৮৮

পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ

১৪৮৮(৬). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আস-সায়েব ইবনে ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণিত। উসমান ইবনে আফফান (রাঃ) মিম্বারের উপর বসে সূরা সোয়াদ পড়লেন, তারপর নিচে নেমে সিজদা করলেন।

بَابُ سُجُودِ الْقُرْآنِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ نَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسَلَّمٍ نَا إِسْحَاقُ بْنُ عِيسَى نَا ابْنُ لَهِيعَةَ عَنِ الْأَعْرَجِ عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَرَأَ ( ص ) عَلَى الْمِنْبَرِ فَنَزَلَ فَسَجَدَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ