১৪০০

পরিচ্ছেদঃ ৬০. জামায়াতে নামায পড়ার জন্য উৎসাহিত করা এবং এজন্য নির্দেশ দেয়া

১৪০০(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে উম্মে মাকতুম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি সব সময় আমাকে নিয়ে যাবার মত উপযুক্ত সাহায্যকারী পাই না। আর আমার ও মসজিদের মাঝপথে নালা ও বনজঙ্গল আছে। আপনি কি আমাকে ঘরে নামায পড়ার অনুমতি দিবেন? তিনি জিজ্ঞেস করেনঃ তুমি কি আযান শুনতে পাও? তিনি বলেন, হাঁ। তিনি বলেনঃ তাহলে তুমি মসজিদে আসো।

بَابُ الْحَثِّ عَلَى صَلَاةِ الْجَمَاعَةِ وَالْأَمْرِ بِهَا

وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَحْيَى بْنُ مُعَلَّى ، ثَنَا أَبُو حُذَيْفَةَ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ عَنِ ابْنِ أُمِّ مَكْتُومٍ أَنَّهُ قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي لَا أَقْدِرُ عَلَى قَائِدٍ يُلَائِمُنِي فِي كُلِّ سَاعَةٍ وَبَيْنِي وَبَيْنَ الْمَسْجِدِ أَنْهَارٌ وَأَشْجَارٌ فَيَسَعُنِي أَنْ أُصَلِّيَ فِي بَيْتِي ، قَالَ : " أَتَسْمَعُ الْإِقَامَةَ ؟ " قَالَ : نَعَمْ. قَالَ : " فَأْتِهَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ উম্মে মাকতুম (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ