১৩১৬

পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্‌হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস

১৩১৬(৮). আবদুল্লাহ ইবনে ইয়াহ্ইয়া আত-তালহী (রহঃ) ... আবু জা’ফার (রহঃ) থেকে বর্ণিত। আবু মাসউদ (রাঃ) বলেন, আমি কোন ওয়াক্তের নামায পড়লাম কিন্তু তাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরূদ পড়লাম না, আমি মনে করি আমার নামায সম্পূর্ণ হয়নি।

بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى الطَّلْحِيُّ بِالْكُوفَةِ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مُوسَى الْكِنْدِيُّ أَبُو عُمَرَ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، ثَنَا زُهَيْرٌ ، ثَنَا جَابِرٌ عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ : قَالَ أَبُو مَسْعُودٍ : مَا صَلَّيْتُ صَلَاةً لَا أُصَلِّي فِيهَا عَلَى مُحَمَّدٍ إلََّا ظَنَنْتُ أَنَّ صَلَاتِي لَمْ تَتِمَّ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ জা‘ফার (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ