১১২৫

পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া

১১২৫(১৬). ইয়াহইয়া ইবনে সায়েদ (রহঃ) ... আতা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও উবায়েদ ইবনে উমায়ের (রহঃ) আয়েশা (রাঃ)-এর বাড়িতে প্রবেশ করলাম। তার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায পড়া শুরু করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি তাকবীর বলার পর "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্‌দুকা ওয়া লা ইলাহা গাইরুকা" বলতেন।

بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ صَاعِدٍ ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، وَغَيْرُهُ - وَاللَّفْظُ لِيُوسُفَ - ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَبُو الْأَزْهَرِ ، قَالَا : ثَنَا سَهْلُ بْنُ عَامِرٍ أَبُو عَامِرٍ الْبَجَلِيُّ ، ثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ ، عَنْ عَطَاءٍ ، قَالَ : دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - فَسَأَلْتُهَا عَنِ افْتِتَاحِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَتْ : كَانَ إِذَا كَبَّرَ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ