কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
             
      লগইন করুন
                              ৮৩৭                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ ৮৫. যিনি বলেন, (ইসতিহাযাগ্রস্ত মহিলা) যুহর হতে (পরদিন) যুহর পর্যন্ত (একবার) গোসল করবে, স্বামীর সাথে মিলিত হবে এবং সিয়াম পালন করবে
৮৩৭. মাসরুকের স্ত্রী ক্বমীর আয়িশা রাদ্বিয়াল্লাহু্ আনহা হতে ’ইসতিহাযাগ্রস্ত মহিলা সম্পর্কে বর্ণনা করেন যে, সে দৈনিক একবার মাত্র গোসল করবে।[1]
 [1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ। আর এটি আয়িশা রা: এর বক্তব্য (মাওকুফ)।
তাখরীজ: ইবনু হাযম, আল মুহাল্লা ২/২১৪ আয়িশা রা: হতে।
দেখুন, পূর্বের ৮১৭ (অনুবাদের ক্রমিক ৮১৩) নং হাদীসটি এবং ৮৩৭ (অনুবাদের ক্রমিক ৮৩৩) নং হাদীসের টীকায় আমরা উল্লেখ করেছি যে, আবু দাউদ ৩০০ তে মারফু’ হিসেবে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে) এটি বর্ণনা করেছেন। তবে এর সনদকে তিনি যয়ীফ বলে উল্লেখ করেছেন।...
                                             
                                          
                  بَابُ مَنْ قَالَ تَغْتَسِلُ مِنَ الظُّهْرِ إِلَى الظُّهْرِ، وَتُجَامِعُ وَتَصُومُ
أَخْبَرَنَا حَجَّاجٌ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ دَاوُدَ عَنْ الشَّعْبِيِّ عَنْ قَمِيرَ امْرَأَةِ مَسْرُوقٍ أَنَّ عَائِشَةَ قَالَتْ فِي الْمُسْتَحَاضَةِ تَغْتَسِلُ كُلَّ يَوْمٍ مَرَّةً إسناده صحيح