৪২৩১

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ

৪২৩১-[৭৩] আবূ যিয়াদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ’আয়িশাহ্ (রাঃ)-কে পেঁয়াজ (খাওয়া) সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ খাবার যা খেয়েছেন, তন্মধ্যে পেঁয়াজ ছিল। (আবূ দাঊদ)[1]

الْفَصْلُ الثَّانِي

وَعَن أبي زيادٍ قَالَ: سُئلتْ عائشةُ عَنِ الْبَصَلِ فَقَالَتْ: إِنَّ آخِرَ طَعَامٍ أَكَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ فِيهِ بصل. رَوَاهُ أَبُو دَاوُد

ব্যাখ্যাঃ এ হাদীসের ব্যাখ্যা ৪২২৩ নং হাদীসে দ্রষ্টব্য।


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবূ যিয়াদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ