কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৮৮২
পরিচ্ছেদঃ
১৮৮২। তিলাওয়াতের ব্যাপারে লোকদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে কুরআন পাঠ করে তাকে নিয়ে চিন্তিত হয় (আল্লাহ্) ভীতি সহকারে।
হাদীসটি দুর্বল।
এটিকে ত্ববারানী (৩/১০১/১) ইবনু লাহীয়াহ হতে, তিনি আমর ইবনু দীনার হতে, তিনি তাউস হতে, তিনি আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। কারণ ইবনু লাহীয়াহ মন্দ হেফযের অধিকারী।
أحسن الناس قراءة من إذا قرأ القرآن يتحزن به ضعيف - رواه الطبراني (3 / 101 / 1) عن ابن لهيعة عن عمرو بن دينار عن طاووس عن ابن عباس مرفوعا. قلت: وهذا إسناد ضعيف، فإن ابن لهيعة سيء الحفظ