১৫২৩

পরিচ্ছেদঃ

১৫২৩। তোমরা আল্লাহর অমুখাপেক্ষিতার দ্বারা অমুখাপেক্ষীতাকে (স্বয়ংসম্পূর্ণতাকে) অনুসন্ধান কর (অর্থাৎ একমাত্র তার থেকে অনুগ্রহ চাও)। বলা হলোঃ তা কি? তিনি বললেনঃ রাতের খাবার এবং দুপুরের খাবার।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে ইবনুস সুন্নী "আলকানা’য়াহ" গ্রন্থে (২/২৪১) যুহায়ের ইবনু আব্বাদ হতে, তিনি দাউদ ইবনু হিলাল হতে, তিনি হিব্বান ইবনু আলী হতে, তিনি মুহাম্মাদ ইবনু আমর হতে, তিনি আবূ সালামাহ হতে, তিনি আবূ হুরাইরাহ (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। ইবনু আবী হাতিম (১/২/৪২৭) দাউদ ইবনু হিলালকে শুধুমাত্র এ যুহায়েরের বর্ণনাতে উল্লেখ করে তার সম্পর্কে ভালো-মন্দ কিছুই বলেননি। আর যুহায়ের ইবনু আব্বাদ দুর্বল। যেমনটি ইবনু আব্দুল বার প্রমুখ বলেছেন। আর হিব্বান ইবনু আলী তার মতই যেমনটি "আত-তাকরীব" গ্রন্থে এসেছে।

আর আবু দাউদ নাখ’ঈ তার মুতাবায়াত করেছেন মুহাম্মাদ ইবনু আমর হতে বর্ণনা করার ক্ষেত্রে। এটিকে ইবনু আদী (১/১৫৩) বর্ণনা করেছেন।

আবু দাউদের নাম হচ্ছে সুলাইমান ইবনু আমর নাখ’ঈ, আর তিনি হচ্ছেন জালকারী। অতএব তার মুতাবায়াত করার দ্বারা খুশি হওয়ার কিছু নেই।

হাদীসটির একটি মুরসাল শাহেদ রয়েছে। সেটিকে মু’য়াফী ইবনু ইমরান “আযযুহদ” গ্রন্থে (২/২৫৬) আম্বাসা ইবনু সা’ঈদ নাহদী হতে, তিনি হাসান হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ আম্বাসাকে আমি চিনি না। তবে তিনি যদি নাযরী হন তাহলে পরিচিত, তবে দুর্বল হিসেবে। সম্ভবত কপি কারকের নিকট পরিবর্তিত হয়ে নাহদী হয়ে গেছে।

হাদীসটির আরেকটি শাহেদ রয়েছে। ইবনু আবিদ দুনিয়া "আলকানা’য়াহ" গ্রন্থে (২/১/২) বলেনঃ আমাকে সংবাদ দেয়া হয়েছে নাসর ইবনু আলী হতে, তিনি আহমাদ ইবনু মূসা খুযাঈ হতে, তিনি আবূ ওয়াইনার দাস আসিল হতে, তিনি রাজা ইবনু হাইওয়াহ হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললঃ আপনি আমাকে অসিয়্যাত করুন। তিনি বললেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। কারণ এটি মুরসাল হওয়া সত্ত্বেও এর মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে আর তা ঘটেছে ইবনু আবিদ দুনিয়া এবং নাসর ইবনু আলীর মাঝে।

এ ছাড়া আহমাদ ইবনু মূসা খুযাঈকে আমি চিনি না।

استغنوا بغناء الله عز وجل، قيل: وما هو؟ قال: عشاء ليلة وغداء يوم ضعيف - خرجه ابن السني في " القناعة " (241 / 2) عن زهير بن عباد حدثنا داود بن هلال عن حبان بن علي عن محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة مرفوعا قلت: وهذا إسناد ضعيف، داود بن هلال أورده ابن أبي حاتم (1 / 2 / 427) من رواية زهير هذا فقط عنه، ولم يذكر فيه جرحا ولا تعديلا. وزهير بن عباد ضعيف، كما قال ابن عبد البر وغيره. وحبان بن علي مثله، كما في " التقريب وقد تابعه أبو داود النخعي عن محمد بن عمرو به أخرجه ابن عدي (153 / 1) . وأبو داود اسمه سليمان بن عمرو النخعي، وهو وضاع، فلا يفرح بمتابعته وللحديث شاهد مرسل، أخرجه المعافى بن عمران في " الزهد " (256 / 2) : حدثنا عنبسة بن سعيد النهدي عن الحسن مرفوعا به. قلت: وعنبسة هذا لم أعرفه، إلا أن يكون هو النضري، تحرف على الناسخ إلى " النهدي "، فإن كان النضري فهو ضعيف. وله شاهد آخر، قال ابن أبي الدنيا في " القناعة " (2 / 1 / 2) : أخبرت عن نصر بن علي حدثنا أحمد بن موسى الخزاعي حدثنا واصل مولى أبي عيينة، عن رجاء بن حيوة - فيما أعلم - قال: " قال رجل للنبي صلى الله عليه وسلم: أوصني، قال ... " فذكره قلت: وهذا إسناد ضعيف، فإنه مع إرساله فيه الانقطاع بين ابن أبي الدنيا ونصر بن علي. وأحمد بن موسى الخزاعي لم أعرفه


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ