কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৪০৭
পরিচ্ছেদঃ
১৪০৭। তোমরা ভূমির (বিচরণকারী) উটের দুধ ও তার পেশাব গ্রহণ কর।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে আবু নুয়াইম “আততিব্ব” গ্রন্থে (৪/১০/১-২) দিফা’ ইবনু দাগফাল সাদূসী সূত্রে আব্দুল হামীদ ইবনু সায়ফী হতে, তিনি পিতা (সায়ফী) হতে, তিনি তার দাদা সুহায়েব আল খায়ের হতে তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। কারণ, দিফা ও তার শাইখ আব্দুল হামীদ তারা দু’জনই দুর্বল।
عليكم بأبو ال الإبل البرية وألبانها ضعيف - أخرجه أبو نعيم في " الطب " (4/10/1 - 2) من طريق دفاع بن دغفل السدوسي عن عبد الحميد بن صيفي بن صهيب عن أبيه عن جده صهيب الخير قال: قال رسول الله صلى الله عليه وسلم قلت: وهذا إسناد ضعيف، دفاع وشيخه عبد الحميد كلاهما ضعيف