১৪০৬

পরিচ্ছেদঃ

১৪০৬। উটের পেশাব ও তার দুধের মধ্যে যাদের পেটে বদহজমী রোগ হয়েছে তাদের জন্য আরোগ্য রয়েছে।

হাদীসটি খুবই দুর্বল।

হাদীসটিকে ত্ববারানী "আলমুজামুল কাবীর" গ্রন্থে (৩/১৮৫/১) ইবনু লাহীয়াহ সূত্রে আব্দুল্লাহ ইবনু হুবায়রাহ হতে, তিনি হানাশ হতে, তিনি আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন। এ সূত্রেই আবু নুয়াইম “আততিব্ব” গ্রন্থে (৯-১০) বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ দুটি কারণে এ সনদটি খুবই দুর্বলঃ

১। বর্ণনাকারী খানাশের নাম হচ্ছে হুসাইন ইবনু কায়েস। তিনি মাতরূক যেমনটি হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেছেন।

২। ইবনু লাহীয়ার নাম হচ্ছে আব্দুল্লাহ তিনি দুর্বল।

في أبو ال الإبل وألبانها شفاء للذربة بطونهم ضعيف جدا - رواه الطبراني (3/185/1) عن ابن لهيعة: نا عبد الله بن هبيرة عن حنش عن ابن عباس مرفوعا ومن هذا الوجه رواه أبو نعيم في " الطب " (9 - 10 نسخة السفرجلاني) قلت: وهذا إسناد ضعيف جدا. وفيه علتان الأولى: حنش هذا اسمه الحسين بن قيس، وهو متروك كما قال الحافظ في " التقريب والأخرى: ابن لهيعة واسمه عبد الله وهو ضعيف


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ