১৩৭০

পরিচ্ছেদঃ

১৩৭০। তিনি যখন মাজলিস থেকে উঠতেন তখন বিশবার প্রকাশ করে ইসতিগফার (ক্ষমা প্রার্থনা) করতেন।

হাদীসটি দুর্বল।

হাদীসটি ইবনুস সুন্নী (৪৪৭) আবু আইউব খুযা’ঈ হতে, তিনি আবু আলকামাহ নাসর ইবনু খুযাইমাহ হতে, তিনি তার পিতা হতে, তিনি নাসর ইবনু আলকামাহ হতে, তিনি তার ভাই মাহফুয হতে, তিনি ইবনু আয়েয হতে, তিনি বলেনঃ ইবনু নাসেহ আব্দুল্লাহ হাযরামী বলেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল ও মুরসাল। আব্দুল্লাহ ইবনু নাসেহের সাহাবীর সাথে সাক্ষাৎ ঘটেনি যেমনটি আবু নুয়াইম বলেছেন।

আর নাসর ইবনু খুযায়মাকে ইবনু আবী হাতিম (৪/১/৪৭৩) উল্লেখ করে তার সম্পর্কে ভাল-মন্দ কিছুই বলেননি। আর তার থেকে বর্ণনাকারী হিসেবে ইবনুস সুন্নীর একমাত্র এ শাইখ (আবু আইউব) সুলায়মান ইবনু আব্দিল হামীদ হিমসীকেই উল্লেখ করেছেন। তার (নাসরের) পিতা হচ্ছে খুযায়মাহ ইবনু ওবাদাহ অন্য কপিতে এসেছে জুনাদাহ ইবনু মাহফুয। একে “আত-তাহযীব” গ্রন্থে নাসর ইবনু আলকামাহ হতে বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত উল্লেখ করা হয়েছে। তিনি তার থেকে একটি বড় কপি বর্ণনা করেছেন। তার জীবনীও পাচ্ছি না। এছাড়া অন্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আর ইবনু আয়েযের নাম হচ্ছে আব্দুর রহমান।

كان إذا قام من المجلس استغفر عشرين مرة فأعلن ضعيف - أخرجه ابن السني (447) أخبرني أبو أيوب الخزاعي: حدثنا أبو علقمة نصر بن خزيمة: أخبرني أبي عن نصر بن علقمة عن أخيه محفوظ عن ابن عائذ قال: قال ابن ناسخ عبد الله الحضرمي رضي الله عنه: فذكره قلت: وهذا إسناد ضعيف مرسل، عبد الله بن ناسخ - بمهملتين - لا تصح له صحبة كما قال أبو نعيم ونصر بن خزيمة أورده ابن أبي حاتم (4/1/473) ولم يذكر فيه جرحا ولا تعديلا، ولا ذكر له راويا سوى شيخ ابن السني هذا وسماه سليمان بن عبد الحميد الحمصي. وأبو هـ هو خزيمة بن عبادة - وفي نسخة جنادة - بن محفوظ، ذكره في " التهذيب" في الرواة عن نصر بن علقمة، وأنه روى عنه نسخة كبيرة، ولم أجد له ترجمة وسائر الرواة ثقات، وابن عائذ اسمه عبد الرحمن


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ