১৩০৩

পরিচ্ছেদঃ

১৩০৩। জ্ঞানের বিপদ হচ্ছে ভুলে যাওয়া আর জ্ঞান নষ্ট করার অর্থ হচ্ছে যে জ্ঞান গ্রহণের উপযোগী নয় তার নিকট জ্ঞান বর্ণনা করা।

হাদীসটি দুর্বল।

হাদীসটি আবু সাঈদ আল-আশুজ্জ তার “হাদীস” গ্রন্থে (১/২২২) আবু উসামাহ হতে, তিনি আ’মাশ হতে, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন...।

হাদীসটি আবুল হুসাইন আবনূসী “আল-ফাওয়াইদ” গ্রন্থে (২/২৪) আলী ইবনুল হুসাইন হতে, তিনি আবু দাউদ হতে, তিনি আ’মাশ হতে, তিনি বলেনঃ বলা হতোঃ ..., তিনি মারফু হিসেবে বর্ণনা করেননি।

আমি (আলবানী) বলছি মওকুফ হওয়াই সঠিক। মারফু হিসেবে দুর্বল ও মু’জাল।

آفة العلم النسيان، وإضاعته أن تحدث به غير أهله ضعيف - رواه أبو سعيد الأشج في " حديثه " (222/1) حدثنا أبو أسامة عن الأعمش قال: قال رسول الله صلى الله عليه وسلم ورواه أبو الحسين الأبنوسي في " الفوائد " (24/2) عن علي بن الحسين قال: حدثنا أبو داود عن الأعمش قال: كان يقال: فذكره ولم يرفعه قلت: والوقف أصح، والمرفوع ضعيف معضل


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ