৮১৪

পরিচ্ছেদঃ

৮১৪। ঘোড় দৌড়ে এবং তীর নিক্ষেপে প্রতিযোগিতা করা ব্যতীত অন্য কোন খেলার জন্য ফেরেশতারা সাক্ষ্য দেন না।

হাদীছটি নিতান্তই দুর্বল।

এটি তাবারানী (৩/২০৩/১) আমর ইবনু আব্দিল গাফফার হতে তিনি আমাশ হতে তিনি মুজাহেদ হতে ... বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি নিতান্তই দুর্বল। এই আমর সম্পর্কে যাহাবী বলেনঃ তিনি জাল করার দোষে দোষী। আবু হাতিম বলেনঃ তিনি মাতরূকুল হাদীছ। ইবনু আদী বলেনঃ তাকে হাদীছ জাল করার দোষে দোষী করা হয়েছে। উকায়লী ও অন্য বিদ্বানগণ বলেনঃ তিনি মুনকারুল হাদীছ।

তা সত্ত্বেও সুয়ূতী হাদীছটি "আল-জামে" গ্রন্থে উল্লেখ করেছেন।

ما تشهد الملائكة من لهو كم إلا الرهان والنضال ضعيف جدا - رواه الطبراني (3 / 203 / 1) عن عمرو بن عبد الغفار عن الأعمش عن مجاهد عن ابن عمر مرفوعا. قلت: وهذا سند ضعيف جدا، عمرو هذا قال الذهبي: " متهم، قال أبو حاتم: متروك الحديث، وقال ابن عدي: اتهم بوضع الحديث. وقال العقيلي وغيره: منكر الحديث ". والحديث أورده السيوطي في " الجامع " من رواية الطبراني هذه، وبيض له المناوي فلم يتكلم عليه بشيء


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ