কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৩০
পরিচ্ছেদঃ
৫৩০। হে মানুষ! তোমরা কুরবানী কর এবং তার রক্ত দ্বারা ছাওয়াব ও সম্ভষ্টি প্রত্যাশা কর। কারণ রক্ত যদিও যমীনে পড়ে তবুও তা প্রকৃতপক্ষে আল্লাহর হেফাযাতের মধ্যে পড়ে।
হাদীছটি জাল।
হায়ছামী বলেনঃ এটি আলী (রাঃ)-এর হাদীছ হতেও উল্লেখ করা হয়েছে। যেটিকে তাবারানী “মুজামুল আওসাত” গ্রন্থে উল্লেখ করেছেন। যার সনদে আমর ইবনুল হুসাইন আল-উকায়লী রয়েছেন, তিনি মাতরূকুল হাদীছ।
أيها الناس ضحوا، واحتسبوا بدمائها، فإن الدم وإن وقع في الأرض، فإنه يقع في حرز الله عز وجل موضوع - قال الهيثمي وقد ذكره من حديث علي أيضا: " رواه الطبراني في الأوسط، وفيه عمرو بن الحصين العقيلي وهو متروك الحديث