৬৪০

পরিচ্ছেদঃ ২. নফল সদাকাহ - যাচ্ঞা করা নিন্দনীয় এবং এ ব্যাপারে ভীতিপ্ৰদৰ্শন

৬৪০. আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— যে ব্যক্তি তার সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে লোকেদের নিকট যাচ্ঞা করে, প্রকৃতপক্ষে সে জ্বলন্ত আগুনই যাচ্ঞা করে। কাজেই সে চাইলে জলন্ত আগুন কমও চাইতে পারে বেশিও চাইতে পারে।[1]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا, فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا, فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ». رَوَاهُ مُسْلِمٌ - صحيح. رواه مسلم (1041)


Abu Hurairah (RAA) narrated that The Messenger of Allah (ﷺ) said: “He who asks others to give to him in order to increase his own wealth, is akin to one who asks for live coals. He who wishes to have more, let him have it and he who wishes to have less, let him have it.” Related by Muslim.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ