৫৩০

পরিচ্ছেদঃ ১৭. পরিচ্ছদ - পোশাকসহ অন্য সকল ক্ষেত্রে কিছু দিয়ে আল্লাহর নিয়ামত প্ৰকাশ মুস্তাহাব

৫৩০. ’ইমরান বিন হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-আল্লাহ্ তা’আলা যখন তাঁর বান্দাকে কোন ’নি’মাত’ দান করেন তখন তার নিদর্শন তার মধ্যে দেখতে পছন্দ করেন।[1]

وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ إِذَا أَنْعَمَ عَلَى عَبْدٍ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهِ عَلَيْهِ». رَوَاهُ الْبَيْهَقِيُّ - صحيح. رواه البيهقي (3/ 271)، وهو وإن كان ضعيف السند، إلا أن له شواهد أخرى يصح بها


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ