৩৮১

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - সালাতুল বিতর মুস্তাহাব

৩৮১. ’আলী (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- হে আহলুল কুরআন (কুরআনের অনুসারী)! তোমরা বিতর (বিজোড়) সালাত আদায় করা। কেননা আল্লাহ বিতর আর তিনি বিজোড় (বিতর) ভালবাসেন। —ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন।[1]

وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «أَوْتِرُوا يَا أَهْلُ الْقُرْآنَ, فَإِنَّ اللَّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ». رَوَاهُ الْخَمْسَةُ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ - صحيح. رواه أبو داود (1416)، والنسائي (3/ 228 - 229)، والترمذي (453)، وابن ماجه (1169)، وأحمد (877)، وابن خزيمة (1067)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ