৩৭৮

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - রাতে নাবী (ﷺ) এর সালাত আদায়ের পদ্ধতি

৩৭৮. ’আয়িশা (রাঃ) থেকেই বৰ্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত তের রাক’আত আদায় করতেন। তার মধ্যে ৫ রাক’আত বিতর সালাত আদায় করতেন এবং তাতে শেষ রাকাআতে গিয়ে একটি মাত্র বৈঠক করতেন।[1]

وَعَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً, يُوتِرُ مِنْ ذَلِكَ بِخَمْسٍ, لَا يَجْلِسُ فِي شَيْءٍ إِلَّا فِي آخِرِهَا - صحيح. رواه مسلم (737) وعزوه للبخاري وهم


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ