৩৬৩

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - ফজরের সুন্নাতকে হালকা করা ও তাতে যা পাঠ করা হয়

৩৬৩. আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু’রাক’আত সুন্নাত সালাতে “কুল ইয়া আইয়্যুহাল কাফিরূন” ও “কুল হু ওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন।[1]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَرَأَ فِي رَكْعَتَيِ الْفَجْرِ: (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) وَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) رَوَاهُ مُسْلِمٌ - صحيح. رواه مسلم. (726)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ