৩৬১

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - মাগরিব সালাতের পূর্বে দুরাক’আত নফলের বিধান

৩৬১. মুসলিমে আছে, ’আনাস (রাঃ) থেকে বৰ্ণিত। আমরা সূর্যাস্তের পর দু’রাক’আত সালাত আদায় করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখতেন এবং আমাদের সেটা করার জন্য হুকুমও করতেন না, নিষেধও করতেন না।[1]

وَلِمُسْلِمٍ عَنْ أَنَسٍ [قَالَ]: كُنَّا نُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ, فَكَانَ - صلى الله عليه وسلم - يَرَانَا, فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَانَا - صحيح، رواه مسلم (836)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ