৩৪১

পরিচ্ছেদঃ ৮. সাহ্‌উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - সূরা আন-নাজম এর সিজদা এর বিধান

৩৪১. ইবনু ’আব্বাস (রাঃ) থেকেই বৰ্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা “আন-নাজম”-এর সিজদা করেছিলেন।[1]

وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - سَجَدَ بِالنَّجْمِ. رَوَاهُ الْبُخَارِيُّ - صحيح. رواه البخاري (1071) وزاد: وسجد معه المسلمون، والمشركون، والجن، والإنس


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ