৮১

পরিচ্ছেদঃ ৬. উযূ বিনষ্টকারী বিষয় সমূহ - চিত হয়ে ঘুমালে উযূ ভেঙ্গে যায়

৮১। আবূ দাউদে ইবনু ’আব্বাস (রাঃ) থেকে আরও একটি ’মারুফ হাদীস বর্ণিত হয়েছে, “যে ব্যক্তি হাত পা বিছিয়ে শরীর এলিয়ে দিয়ে ঘুমিয়ে যাবে তাকে উযূ করতে হবে।” এ সানাদেও দুর্বলতা রয়েছে।”[1]

وَلِأَبِي دَاوُدَ أَيْضًا, عَنْ اِبْنِ عَبَّاسٍ مَرْفُوعًا: «إِنَّمَا الْوُضُوءُ عَلَى مَنْ نَامَ مُضْطَجِعًا». وَفِي إِسْنَادِهِ ضَعْفٌ أَيْضًا - منكر. رواه أبو داود (202)


And Ibn ‘Abbas (rad) narrated in a Marfu’ (traceable) Hadith that: “Ablution is necessary for one who sleeps while he is lying flat. [Reported by Abu Da’ud and there is weakness in its chain of narrators].


হাদিসের মানঃ মুনকার (সহীহ হাদীসের বিপরীত)
পুনঃনিরীক্ষণঃ