৪২

পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - মাথা মাসাহ করার জন্য নতুন পানি গ্ৰহণ করা শরীয়তসম্মত

৪২। ’আবদুল্লাহ্ (রাঃ) থেকে আরো বর্ণিত। ’তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মাথা মাসহ(মাসেহ)-এর অবশিষ্ট পানি ব্যতীত কান মাসাহ করতে নতুনভাবে পানি নিতে দেখেছেন।[1]

মুসলিমের সুরক্ষিত শব্দ বিন্যাস এরূপ- এবং তিনি তাঁর মাথা মাসেহ করেছিলেন। তাঁর হস্তদ্বয়ের অবশিষ্ট পানি ব্যতীত অন্য পানি দিয়ে।[2]

وَعَنْهُ: أَنَّهُ رَأَى النَّبِيَّ - صلى الله عليه وسلم - يَأْخُذُ لِأُذُنَيْهِ مَاءً خِلَافَ الْمَاءِ الَّذِي أَخَذَ لِرَأْسِهِ. أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ وَهُوَ عِنْدَ مُسْلِمٍ مِنْ هَذَا الْوَجْهِ بِلَفْظٍ: وَمَسَحَ بِرَأْسِهِ بِمَاءٍ غَيْرَ فَضْلِ يَدَيْهِ, وَهُوَ الْمَحْفُوظُ - البيهقي (1/ 65) وقال: هذا إسناد صحيح رواه مسلم (236)، وقال البيهقي: وهذا أصح من الذي قبله


Narrated ‘Abdullah bin Zaid (rad): He saw the Prophet (ﷺ) taking some water to wipe his ears other than the water he had taken to wipe his head. [Reported by Al-Baihaqi, who said that its Isnad (chain of narrators) is authentic and At-Tirmidhi also graded it Sahih]. And the words of the Muslim version are: “he wiped his head taking extra water from that he had taken for the washing of the hands”, and this Hadith is Al-Mahfuz.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ