৪৫০

পরিচ্ছেদঃ

৪৫০। কোন পাথরের উপর তোমাদের কেউ যদি বিশ্বাস স্থাপন করে, তাহলে অবশ্যই তা তার উপকার করবে।

হাদীসটি জাল।

যেমনটি ইবনু তাইমিয়্যা ও অন্যরা বলেছেন।
শাইখ আলী আল-কারী তার “আল-মাওযু’আত” গ্রন্থে (পৃ. ৬৬) বলেনঃ ইবনুল কাইয়্যিম বলেছেনঃ এটি মূর্তিপূজকদের কথা। যারা পাথরের ব্যাপারে ভাল ধারণা পোষণ করে। ইবনু হাজার আসকালানী বলেনঃ হাদীসটির কোন ভিত্তি নেই।

لواعتقد أحدكم بحجر لنفعه موضوع - كما قال ابن تيمية، وغيره قال الشيخ على القاري في " موضوعاته " (ص 66) : وقال ابن القيم: هو من كلام عباد الأصنام الذين يحسنون ظنهم بالأحجار وقال ابن حجر العسقلاني: (لا أصل له، ونحوه: من بلغه شيء عن الله فيه فضيلة ... ) قلت: يعني الحديث الآتى بعد


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ