৪২০

পরিচ্ছেদঃ

৪২০। তোমরা এমন যুগে আছ যাতে তোমাদেরকে আমল শিক্ষা দেয়া হয়েছে। অচিরেই এমন একটি সম্প্রদায় আসবে যাদেরকে ঝগড়া শিক্ষা দেয়া হবে।

হাদীসটির কোন ভিত্তি নেই।

যেমনভাবে হাফিয ইরাকী “তাখরাজুল ইহইয়া” গ্রন্থে (১/৩৭) এবং সুবকী "তাবাকাতুশ শাফিঈয়াহ" গ্রন্থে (৪/১৪৫) বলেছেন।

إنكم فى زمان ألهمتم فيه العمل، وسيأتي قوم يلهمون الجدل لا أصل له - كما أفاده العراقي في " تخريج الإحياء " (1 / 37) والسبكي في " طبقات الشافعية " (4 / 145)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ