৪১৯

পরিচ্ছেদঃ

৪১৯। আলেম এবং শিক্ষার্থী যখন কোন গ্রামকে অতিক্রম করে, তখন আল্লাহ সেই গ্রামের কবরস্থান হতে চল্লিশ দিনের জন্য শাস্তি উঠিয়ে নেন।

হাদীসটির কোন ভিত্তি নেই।

যেরূপ সুয়ূতী “তাখরাজু আহাদীসে শারহিল আকায়েদ” গ্রন্থে (পৃঃ ৬) বলেছেন। আল্লামা কারী “ফারায়েদুল কালায়েদ আলী আহাদীসে শারহিল আকায়েদ” গ্রন্থে (১/২৫) তা সমর্থন করেছেন।

إن العالم والمتعلم إذا مرا بقرية فإن الله يرفع العذاب عن مقبرة تلك القرية أربعين يوما لا أصل له - كما قال السيوطي في " تخريج أحاديث شرح العقائد " (ورقة 6 / وجه 2) وأقره العلامة القاري في " فرائد القلائد على أحاديث شرح العقائد " (25 / 1)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ