৩৮১৬

পরিচ্ছেদঃ তওবার বিবরণ

(৩৮১৬) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আদম সন্তানের সোনার একটি উপত্যকা হয়, তবুও সে চাইবে যে, তার কাছে দুটি উপত্যকা হোক। (কবরের) মাটিই একমাত্র তার মুখ পূর্ণ করতে পারবে। আর যে তওবা করে, আল্লাহ তার তওবা গ্রহণ করেন।

وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ لَوْ أنَّ لابنِ آدَمَ وَادِياً مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُوْنَ لَهُ وَادِيَانِ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلاَّ التُّرَابُ وَيَتْوبُ اللهُ عَلَى مَنْ تَابَ مُتَّفَقٌ عليه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ