৩৪৯০

পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য

(৩৪৯০) উসামাহ বিন শারীক (রাঃ) বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল, ’হে আল্লাহর রসূল! মানুষকে দেওয়া দানসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কী দেওয়া হয়েছে?’ উত্তরে তিনি বললেন, সুন্দর চরিত্র।

عَنْ أُسَامَةَ بْنِ شَرِيْـكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالُـوْا : يَا رَسُـوْلَ اللهِ مَا خَـيْـرُ مَا أُعـطِـىَ الْإنْـسَانُ ؟ قَالَ خُـلُـقٌ حَـسَـنٌ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ