৩৩০২

পরিচ্ছেদঃ মেহমানের খাতির করার গুরুত্ব

(৩৩০২) আনাস (রাঃ) বলেন, একদা আমরা উমার বিন খাত্তাব ল-এর নিকটে ছিলাম, তিনি বললেন, ’আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।’

عَنْ أَنَسٍ قَالَ كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ: نُهِينَا عَنْ التَّكَلُّفِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ