৩২৯৩

পরিচ্ছেদঃ মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা

(৩২৯৩)জাবের ইবনে সামুরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামায সমাপ্ত করতেন তখন ভালোভাবে সূর্যোদয় না হওয়া অবধি নামায পড়ার জায়গাতেই দুই বা গুটিয়ে (বাবু হয়ে) বসে থাকতেন।’

وَعَنْ جَابِرِ بنِ سَمُرَةَ قَالَ : كَانَ النَّبِيُّ ﷺ إِذَا صَلَّى الفَجْرَ تَرَبَّعَ فِي مَجْلِسِهِ حَتّٰـى تَطْلُعَ الشَّمْسُ حَسْنَاءَ حديث صحيح رواه أَبُو داود وغيره بأسانيد صحيحة


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ