৩১২৫

পরিচ্ছেদঃ মশক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দনীয়, তবে তা হারাম নয়

(৩১২৫) আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ বাঁকিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।

عَنْ أَبِـيْ سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : نَهٰـى رَسُوْلُ اللهِ ﷺ عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ يعني : أن تُكْسَرَ أفْواهُها وَيُشْرَبَ مِنْهَا متفق عَلَيْهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ