৩১২৩

পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা

(৩১২৩) আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পানি মিশ্রিত দুধ আনা হল। (তখন) তাঁর ডান দিকে এক বেদুঈন ছিল ও বাম দিকে আবূ বকর (রাঃ) (বসে) ছিলেন। বস্তুতঃ তিনি তা পান করে বেদুঈনকে দিলেন এবং বললেন, ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে, তারপর তার ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে।

وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أُتِـيَ بِلَبَنٍ قَدْ شِيْبَ بِمَاءٍ وَعَن يَمِيْنِهِ أعْرَابيٌّ وَعَنْ يَسَارِهِ أَبُوْ بَكْرٍ فَشَرِبَ ثُمَّ أعْطَى الْأَعْرَابيَّ وَقَالَ اَلأَيْمَنُ فَالْأَيْمَنُ متفق عَلَيْهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ